বিরোধীদের চাপে ফেলে জোট বাঁধল বিজেপি-এআইএডিএমকে
চেন্নাই: লোকসভা নির্বাচনের আগে মহারাষ্ট্রে শিবসেনার পর এবার তামিলনাড়ুতে এআইএডিএমকে-এর সাথে জোট গড়ল বিজেপি। রাজ্যের ৩৯ লোকসভা আসনে শাসক দল এআইএডিএমকে-র সঙ্গে জোট বেঁধে লড়াই করবে গৈরিক দল। বিজেপি পাঁচটি আসনে প্রার্থী দেবে।
আজ, মঙ্গলবার জোটের ঘোষণা করেছেন এআইএডিএমকে কোঅর্ডিনেটর তথা উপমুখ্যমন্ত্রী ও পনীরসেলভাম, কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা পীযূষ গয়াল। গৈরিক দলের দাবি, এটি একটি মহাজোট এবং এই জোটই নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে।
#TNNDAMegaAlliance https://t.co/mUT9sX69Z2
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) February 19, 2019
তামিলনাড়ুতে মোট লোকসভা আসন সংখ্যা ৩৯ টি। এর মধ্যে পিএমকে ৭টি এবং বিজেপিজন্য ৫টি আসনে লড়বে। বাকিগুলিতে প্রার্থী দেবে এআইএডিএমকে। তামিলনাড়ুতে জোটের নেতৃত্বে থাকবে এআইএডিএমকে এবং জাতীয় স্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীনে এনডিএ জোট পরিচালিত হবে বলে পীযূষ গয়াল জানিয়েছেন।
উল্লেখ্য, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ৩৯টি’র মধ্যে ৩৭টি আসনে জিতেছিল এআইএডিএমকে। অন্যদিকে, সাতটি আঞ্চলিক দলের সঙ্গে জোট বেঁধে লড়াই করেছিল বিজেপি। এই জোট দুটি আসন জয়লাভ করেছিল।