Thursday, December 5, 2024
দেশ

‘শহিদদের পরিবারের প্রতি সমবেদনা তো দূর হামলার নিন্দা পর্যন্ত করেননি পাক প্রধানমন্ত্রী’

নয়াদিল্লি: পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার ৫ দিন পর হামলা নিয়ে মুখ খুললেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। পুলওয়ামা হামলার পেছনে ভারতের তোলা পাক যোগসাজশের অভিযোগ উড়িয়ে তিনি দাবি করেন, কোনও তথ্যপ্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করা হয়েছে। ভারত যার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া যায়, এমন তথ্যপ্রমাণ থাকলে দিক, তাঁরা ব্যবস্থা নেবেন। পাশাপাশি হুঁশিয়ারি দেন, ভারত আক্রমণের রাস্তায় গেলে পাকিস্তানও পাল্টা আঘাত করবে।

ইমরানের এই প্রতিক্রিয়ায় ‘বিস্মিত নয়’ ভারত। বিবৃতি দিয়ে জানিয়ে দিল বিদেশ মন্ত্রক। পাক প্রধানমন্ত্রীর সমালোচনা করে বিদেশ মন্ত্রক জানিয়েছে, শহিদদের পরিবারের প্রতি সমবেদনা তো দূর হামলার নিন্দা পর্যন্ত করেননি পাকিস্তানের প্রধানমন্ত্রী।

বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়, ২৬/১১-র মুম্বই হামলার পরও পাকিস্তানকে তথ্যপ্রমাণ দেওয়া হয়েছিল। কিন্তু গত ১০ বছরের বেশি সময়কালে মামলায় অগ্রগতি হয়নি। পাঠানকোটে বায়ুসেনার বিমানঘাঁটিতে হামলার তদন্তও এগোয়নি। সুতরাং পাকিস্তানের ট্র্যাক রেকর্ডের পরিপ্রেক্ষিতে ইমরান খানের এসব প্রতিশ্রুতি ফাঁপা আওয়াজের মতো শোনায়।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, নয়া পাকিস্তানে সে দেশের মন্ত্রীরা হাফিজ সইদের মতো জঙ্গিনেতার সঙ্গে মঞ্চ ভাগ করেন। যাকে রাষ্ট্রপুঞ্জ জঙ্গি ঘোষণা করেছে। পাকিস্তানে যে জইশ-ই-মুহম্মদ জঙ্গিরা লুকিয়ে থাকে, তা গোটা দুনিয়া জানে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র।