Thursday, April 25, 2024
খেলা

আজ মহিলা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত-ইংল্যান্ড

আজ লর্ডসে মহিলা বিশ্বকাপের ফাইনালে ভারতের সামনে ইংল্যান্ড। ভারত এখনও পর্যন্ত মেয়েদের বিশ্বকাপ জেতেনি। এর আগে ২০০৫ সালে দক্ষিণ আফ্রিকার অনুষ্ঠিত বিশ্বকাপে ফাইনালে উঠে ভারত। তবে ৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে ৯৮ রানে হেরে যায়। ইংল্যান্ডের মহিলা ক্রিকেটদল ৩ বার জিতেছে বিশ্বকাপ। এবং তারা খেলেছে ৬টি ফাইনাল।

এবারের বিশ্বকাপে ভারতের কাছে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ৩৫ রানে হেরেছিল ইংল্যান্ড। সেমিফাইনালে ৬বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৩৬ রানে হারিয়ে ফাইনালে ওঠে ভারত। অন্যদিকে এই পরাজয়ের পর টানা ৭ ম্যাচ জিতে ফাইনালে উঠেছে  ইংল্যান্ড।

ভারত ও ইংল্যান্ড পরিসংখ্যান 

তাই কাগজে-কলমে ইংল্যান্ড এগিয়ে থাকলেও দুরন্ত ফর্মে রয়েছেন ভারতীয় ব্যাটসওম্যানরা। দারুন ফর্মে রয়েছেন স্মৃতি মন্দানা, রাজেশ্বরী গায়কোয়াড় ও হরমনপ্রীত কউর। ভারতের জার্সিতে মিতালি রাজ ও ঝুলন গোস্বামীর সম্ভবত এটাই শেষ বিশ্বকাপ।মিতালি রাজ একদিনের ক্রিকেটের সবচেয়ে বেশি রান সংগ্রহকারী এবং ঝুলন গোস্বামী একদিনের ক্রিকেটের সবচেয়ে বেশি উইকেট সংগ্রহকারী।

ভারতীয় ব্যাটসওম্যানরা
ভারতীয় ব্যাটসওম্যানরা

প্রথমবার বিশ্বকাপের ট্রফি জিততে মরিয়া ভারতীয় মহিলা ক্রিকেটদল। ইতমধ্যে মিতালি বাহিনীকে টুইটের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন সচিন, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, বীরেন্দ্র শেবাগ। অবসর প্রাপ্ত ক্রিকেটারদের তরফ থেকেও এসেছে আগাম শুভেচ্ছা বার্তা। সকলের প্রত্যশা ছেলেরা না পারলেও বিশ্বকাপ ঘরে তুলবে মেয়েরা। ফাইনালে ওঠায় ভারতীয় বোর্ডের পক্ষ থেকে দেওয়া হয়েছে পুরস্কার ৫০ লাখ।

ক্রিকেটপ্রেমীদের আশা, ফাইনালে ১২ বছরের পুরনো জ্বালা মিটিয়ে লর্ডসের মাঠে ভারতের জয়পতাকা উড়িয়ে ভারতীয় মহিলা ক্রিকেটকে বিশ্বের দরবারে তুলে ধরবেন।