সরকারি স্কুলে মুসলিম ছাত্রীদের আবায়া পরা নিষিদ্ধ করলো ফ্রান্স
কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার সরকারি স্কুলে মুসলিম ছাত্রীদের আবায়া পরা নিষিদ্ধ অরলো ফ্রান্স সরকার (France Govt)। রবিবার ফ্রান্সের শিক্ষামন্ত্রী এই ঘোষণা দিয়েছেন। আবায়া হলো মুসলিম মেয়েদের শরীর ডেকে রাখার জন্য ঢিলেঢালা একধরনের পোশাক।
সেপ্টেম্বর থেকে ফ্রান্সের স্কুলগুলিতে শুরু হচ্ছে নতুন মরশুম। নতুন সেশন শুরুর আগেই এই ঘোষণা করলো ফরাসি প্রশাসন।
এ প্রসঙ্গে ফ্রান্সের শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আটাল বলেছেন, ‘এখন থেকে স্কুলে আর আবায়া পরা যাবে না। কেউ আবায়া পরে ক্লাসে এলে না আসে। পোশাক দেখে যেন পড়ুয়ার ধর্ম না বোঝা যায়।’
উল্লেখ্য, এর আগে ২০০৪ সালে ফ্রান্সের স্কুলে মাথার স্কার্ফ বা হিজাব পরা নিষিদ্ধ করা হয়েছিল। এরপরে ২০১০ সালে জনসমক্ষে মুখঢাকা পোশাক পরাতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এদিকে ফ্রান্স সরকারের এহেন সিদ্ধান্তে বেজায় ক্ষুব্ধ সেদেশের ৫০ লাখ মুসলিম নাগরিক।