Friday, October 11, 2024
আন্তর্জাতিক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে বড় পদক্ষেপ, ১০০ যুদ্ধবন্দিকে মুক্তি দিল পুতিনের রাশিয়া

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাশিয়া ইউক্রেন যুদ্ধের ৪১২ দিন (১১ এপ্রিল, ২০২৩)। এর মধ্যেই এবার বড় পদক্ষেপ। দু’দেশের মধ্যে যুদ্ধের উত্তাপ এখনও কমেনি, এই পরিস্থিতিতে দু’দেশের বন্দি মুক্তির বিষয়ে জোর দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে রাশিয়ার জেল থেকে ১০০ ইউক্রেনীয় বন্দিকে মুক্ত করা হচ্ছে।

জানা গেছে, এই ১০০ বন্দির মধ্যে ২০ জন মহিলা রয়েছেন বলে খবর। তারা সামরিক লোক, নাবিক, সীমান্তরক্ষী, ন্যাশনাল গার্ডসম্যান।

যুদ্ধবন্দিদের মুক্তি দেওয়া হলেও, রাশিয়া যুদ্ধ কবে বন্ধ করবে, সে বিষয়ে মস্কোর তরফে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট বার্তা দেওয়া হয়নি।