Tuesday, April 16, 2024
দেশ

জোর ধাক্কা, আচমকা ইস্তফা দিলেন তৃণমূল সাংসদ লুইজিনহো ফেলেইরো

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সোমবাই নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় তকমা কেড়ে নিয়েছে। এর ফলে এখন থেকে তৃণমূল আর জাতীয় দল নয়। এই ঘটনার একদিন পরেই মঙ্গলবার আচমকা তৃণমূলের রাজ্যসভার সাংসদ লুইজিনহো ফেলেইরো রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন।

জানা গেছে, লুইজিনহো উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারপার্সন জগদীপ ধনখড়ের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে আসেন। ফেলেইরো জানিয়েছেন, ‘‘রাজ্যসভার সাংসদ পদ থেকে আমি স্বেচ্ছায় ইস্তফা দিয়েছি।’’

২০২৬ সালে ফেলেইরোর সাংসদ পদের মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু মেয়াদ শেষ হওয়ার ৩ বছর আগেই পদ থেকে ইস্তফা দিলেন তিনি। কিন্তু হঠাৎই কেন এই সিদ্ধান্ত? এ সম্পর্কে কিছু জানা যায়নি। উল্লেখ্য, ২০২১ সালে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি।

এদিকে, তৃণমূল কংগ্রেস ফেলেইরোর সুস্বাস্থ্য এবং জীবনে এগিয়ে চলার জন্য শুভেচ্ছা জানিয়েছে। সঠিক সময় মতো দল তাঁর জায়গায় নতুন নাম ঘোষণার কথা বলেছে।