২০২৪ শিক্ষাবর্ষ থেকে জাতীয় শিক্ষা নীতি অনুযায়ী ৪ বছরের স্নাতক কোর্স চালু হচ্ছে পশ্চিমবঙ্গে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার পশ্চিমবঙ্গে চালু হচ্ছে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী ৪ বছরের স্নাতক কোর্স। জানা গেছে, সব কিছু ঠিক থাকলে ২০২৪ শিক্ষাবর্ষ থেকেই পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে ৪ বছরের স্নাতক কোর্স।

রাজ্যের শিক্ষা দফতর চলতি শিক্ষাবর্ষ থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। এ বিষয়ে সোমবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলির অধ্যক্ষদের সঙ্গে বৈঠক করেন ভারপ্রাপ্ত উপাচার্য আশিস চট্টোপাধ্যায়।

বিভিন্ন কলেজের অধ্যক্ষরা জানান, ২০২৪ শিক্ষাবর্ষ থেকেই ৩ বছরের পরিবর্তে ৪ বছরের স্নাতক কোর্স চালু করা সম্ভব হবে। তবে এবছর পরিকাঠামোর অভাবে সেটা কোনও ভাবেই সম্ভব নয়।

পাশাপাশি, নয়া শিক্ষা ব্যবস্থা চালুর আগে বেশ কয়েকটি কর্মশালা আয়োজনের সুপারিশ করেন কয়েকজন অধ্যক্ষ। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়, নয়া পাঠ্যক্রম নিয়ে কর্মশালার আয়োজন করা হবে।