Wednesday, May 8, 2024
আন্তর্জাতিক

বড়দিনের উৎসবে যোগ দিতে গিয়ে ২০ জনের মৃত্যু

ফিলিপাইনের উত্তরাঞ্চলে সোমবার বড়দিনের প্রার্থনা অনুষ্ঠানে যাওয়ার সময় দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। বর্তমানে আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২৪ জন।

পুলিশ সূত্রে জানা গেছে, ম্যানিলার প্রায় ২শ’ কিলোমিটার উত্তরের আগু শহরে একটি বড় বাসের সাথে ছোট বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানির এ ঘটনা ঘটে।

এদিকে শহরের কাছের একটি বিখ্যাত ক্যাথলিক চার্চের কথা উল্লেখ করে পুলিশ কর্মকর্তা ভানাসা আবুবো বলেন, বড়দিনের বিশেষ প্রার্থনায় যোগ দিতে ভ্যানযাত্রীরা পাশের পাঙ্গাসিনান প্রদেশে যাচ্ছিলেন। সেখানে রোমান ক্যাথলিক চার্চে তারা প্রার্থনায় অংশ নিতেন।

উল্লেখ্য, শত শত বছরের পুরনো আওয়ার লেডি অব মানাওয়াগ চার্চ প্রধানত ক্যাথলিক ভক্তদের কাছে একটি জনপ্রিয় তীর্থ স্থান।