Friday, May 3, 2024
দেশ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদবী নিয়ে টিপ্পনি, রাহুল গান্ধীকে ২ বছরের সাজা দিল সুরাটের আদালত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদবী নিয়ে টিপ্পনির জেরে বিপাকে পড়লেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। ২০১৯ সালে কর্ণাটকে নির্বাচনী প্রচারে গিয়ে রাহুল গান্ধী মন্তব্য করেছিলেন, “দেখা যাচ্ছে যারাই দুর্নীতি করছেন তাদেরই পদবী মোদী। নীরব মোদী মোটা অঙ্কের টাকা লুঠ করে বিদেশে পালিয়েছেন। আর যিনি তাকে পালিয়ে যেতে সাহায্য করেছেন তিনিও একজন মোদী। দু’জনই একই রাজ্যের।”

এরপরেই রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয় সুরাটের আদালতে। সেই মামলায় বৃহস্পতিবার রাহুল গান্ধীকে ফৌজদারি এবং মানহানির জন্য দোষী সাব্যস্ত করল আদালত। তাকে ২ বছরের জন্য জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, আদালতের নির্দেশকে রাহুল গান্ধী চ্যালেঞ্জ জানিয়েছেন। রাহুল গান্ধী উচ্চ আদালতে যেতে চলেছেন বলে খবর।