Tuesday, April 30, 2024
দেশ

১৯৯৩ মুম্বই বিস্ফোরণ মামলায়: দু’জনের মৃত্যুদণ্ড, আবু সালেমের যাবজ্জীবন

মুম্বই: দীর্ঘ ২৪ বছর পর অবশেষে মুম্বই বিস্ফোরণ মামলায় দোষীদের সাজা ঘোষণা করল TADA-র একটি বিশেষ আদালত ৷ আজ বৃহস্পতিবার আবু সালেম সহ দোষী পাঁচজনকেই সাজা শোনাল আদালত ৷

১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বই বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত তাহির মার্চেন্ট ও ফিরোজ খানের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে TADA (টেররিস্ট অ্যান্ড ডিসরাপটিভ অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট) আদালত ৷ বিস্ফোরণের অন্যতম মূল চক্রী গ্যাংস্টার আবু সালেমকে ২৫ বছরের জন্য কারাদণ্ডের নির্দেশ দেয়। অপর দোষী রিয়াজ সিদ্দিকির জন্য ১০ বছরের কারাদণ্ড ঘোষণা করেছে আদালত ৷ এছাড়া দোষী সাব্যস্ত করিমউল্লাহ খানকে যাবজ্জীবন সাজা ছাড়াও ২ লক্ষ টাকা জরিমানা আদায়ের নির্দেশ দিয়েছে বিশেষ টাডা আদালত৷

১৯৯৩ সালের ১২ মার্চ পরপর ১২টি বিস্ফোরণে বিস্ফোরণ হয় মুম্বইয়ে। ওই মর্মান্তিক বিস্ফোরণে কেঁপে উঠেছিল গোটা মুম্বই শহর। মর্মান্তিক বিস্ফোরণে নিহত হয়েছিলেন অন্তত কমপক্ষে ২৫৭ জন। আহত হয়েছিল কমপক্ষে ৭০০জন।