Sunday, May 12, 2024
দেশ

করোনা যুদ্ধে দেশের ৯৩.৫% মানুষের ভরসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর

নয়াদিল্লি: করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার সঠিক পথেই চলেছে। সমীক্ষা অনুযায়ী, এমনটাই মনে করছেন দেশের প্রায় ৯৩.৫ শতাংশ মানুষ। সমীক্ষায় অংশ নেওয়া মানুষেরা মনে করছেন, করোনা পরিস্থিতিতে কেন্দ্রের মোদী সরকারের ভূমিকা খুবই ইতিবাচক। বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করেছে আইএএনএস-সি ভোটার্স সার্ভে।

আইএএনএস-সি ভোটার্স সার্ভের দেওয়া তথ্য অনুযায়ী, লকডাউনের প্রথম দিনে মোদী সরকারকে বিশ্বাস করেছিলেন দেশের ৭৬.৮ শতাংশ মানুষ। পরবর্তী পর্যায়ে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৯৩.৫ শতাংশ। ১৬ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত চলা এই সমীক্ষায় প্রশ্ন রাখা হয়েছিল কেন্দ্রের মোদী সরকার কি করোনা মহামারীর পরিস্থিতি ভালোভাবেই চালনা করছে।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার ২৫ মার্চ থেকে ২১ দিনের এবং পরে বাড়িয়ে ১৫ এপ্রিল থেকে ১৯ দিনের লকডাউন ঘোষণা করেছে। লকডাউন শেষ হবে ৩ মে পর্যন্ত। সমীক্ষায় বলা হয়েছে, ৩১ মার্চ মোদী সরকারের কাজের প্রতি সমর্থন ছিল দেশের ৭৯.৪ শতাংশ মানুষের। এর একদিন পরে অর্থাৎ ১ এপ্রিল সেই সমর্থন বৃদ্ধি পেয়ে হয় ৮৯.৯ শতাংশ।

১৬ এপ্রিল সমীক্ষায় অংশ নেওয়া ৭৫.৮ শতাংশ মানুষের বক্তব্য, মোদী সরকারের উপর তাঁদের আস্থা রয়েছে। পরবর্তীতে কেন্দ্রীয় সরকারের প্রতি সমর্থন আরও বৃদ্ধি পেয়ে হয় প্রায় ৯৩.৫ শতাংশ।

এদিকে, আমেরিকার গ্লোবাল ডেটা ইন্টেলিজেন্স কোম্পানি Morning Consult এর করা সমীক্ষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৬৮ অ্যাপ্রুভাল পয়েন্ট পেয়ে প্রথম স্থানে আছেন।অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাইনাস তিন অ্যাপ্রুভাল রেটিং পেয়েছেন। করোনা মোকাবিলায় বিশ্বের কোন দেশের রাষ্ট্রনেতা কেমন কাজ করছে তা নিয়েই এই জনমত সমীক্ষা করা হয়।