Tuesday, November 12, 2024
দেশ

৭১তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কাশ্মীরে, বিশ্বের ১৪০টি দেশ অংশ নেবে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ৭১ তম মিস ওয়ার্ল্ডের আসর বসতে চলেছে ভূস্বর্গ কাশ্মীরে। বিশ্বের ১৪০টি দেশ অংশ নেবে এই প্রতিযোগিতায়। সেই উপলক্ষে ভারত সফরে আসেন ২০২২ সালের মিস ওয়ার্ল্ড খেতাব জয়ী ক্যারোলিনা বিলাওয়াস্কা। 

সোমবার জম্মু কাশ্মীরে যান ক্যারোলিনা বিলাওয়াস্কা। মঙ্গলবার শ্রীনগরে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্যারোলিনা। এসময় তাঁর সঙ্গে ছিলেন বিশ্বের অন্যান্য সুন্দরীরাও। সেই সাংবাদিক সম্মেলনেই ৭১তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার কথা ঘোষণা করা হয়।

কাশ্মীরের সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন বিশ্ব সুন্দরীরা। কাশ্মীর ঘুরে দেখেন তাঁরা। ক্যারোলিনা বলেন, ‘কাশ্মীর ঘুরে দেখতে পেরে আমি আনন্দিত। এখানকার সৌন্দর্য আমাকে অবাক করে দিয়েছে। মন ভরে গেছে। পরিবারকে নিয়ে আসতে চাই।’

উল্লেখ্য, এই নিয়ে তৃতীয়বার ভারতে এলেন ক্যারোলিনা। কিন্তু তাঁর মনে হচ্ছে, এটাই প্রথমবার। তিনি বলেন, ‘আমি প্রতিবার ভারতে এসে নতুন কিছু আবিষ্কার করি। যা আমার মনকে অন্য খাতে বয়ে নিয়ে যায়।’

প্রসঙ্গত, ১৯৯৬ সালে শেষবার ভারতের মাটিতে অনুষ্ঠিত হয়েছিল মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা। প্রায় তিন দশক পর ফের ভারতে আসর বসছে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার। 

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারত থেকে এখনও পর্যন্ত ৬ জন বিশ্ব সুন্দরীর খেতাব জিতেছেন। ৭১তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা নিয়ে আশাবাদী উদ্যোক্তরা। জম্মু কাশ্মীরের পর্যটন সচিব জানিয়েছেন, ‘এই উপলক্ষে কাশ্মীরে বহু মানুষের সমাগম হবে। যা নয়া রেকর্ড তৈরি করবে।’