Saturday, July 27, 2024
দেশ

মাওবাদী হুমকি উড়িয়ে ছত্তিশগড়ে দ্বিতীয় দফায় ভোট পড়ল ৭১.৯৩%

রায়পুর: ইভিএম কারচুপি, ভোটার লিস্টে নাম উধাও-সহ নানা অভিযোগের মধ্যেই শেষ হল দ্বিতীয় পর্যায়ের বিধানসভা নির্বাচন। মঙ্গলবার ৭২ টি আসনে নির্বাচন হতে চলেছে। রাজ্যের ১৯ টি জেলায় এই নির্বাচন হতে চলেছে। এদিনের নির্বাচনে বুথের সংখ্যা ১৯,২৯৬। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, ভোট পড়েছে ৭১.৯৩ শতাংশ।

এদিন সকালের দিকে ধীর গতিতে শুরু হলেও, বেলা বাড়তেই ভোটারদের লাইন বাড়তে থাকে। ৭২টি আসনে ৭০ শতাংশের বেশি ভোট পড়ে। জশপুরে ভোটের হার ৫১.২ শতাংশ, কুঙ্কুরিতে ৫০.১ শতাংশ, পাথালগাঁওয়ে ৫০.৮ শতাংশ, কুরুদে ৪৯ ও ভরতপুর-সোনহাটে মোট ৪৭.৮২ শতাংশ ভোট পড়েছে।

সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত। মাওবাদী হুমকির জেরে বিন্দ্রানভগড়ের আমামোরা ও মধের কয়েকটি বুথে সকাল ৭টা থেকে দুপুর ৩টা পর্যন্ত কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ হয়। এর আগে ছত্তিশগড়ে প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল গত ১২ নভেম্বর। মাওবাদী অধ্যুষিত ১৮ আসনে ভোটগ্রহণ হয়েছিল সেদিন। ভোট পড়েছিল ৭০ শতাংশের কাছাকাছি। ভোটগণনা হবে ১১ ডিসেম্বর।