Sunday, September 15, 2024
দেশ

মা-ঠাকুমার পা ছুঁয়ে প্রণাম করে ককপিটে গেলেন পাইলট ছেলে, ভিডিও

চেন্নাই: হৃদয়কে স্পর্শ করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে ইন্ডিগোর বিমানে। ছোট থেকেই স্বপ্ন ছিল মা ও ঠাকুমাকে নিয়ে প্লেনে পাড়ি দেওবার। এবং সেই প্লেনটি তিনি নিজেই চালাবেন। শেষপর্যন্ত, স্বপ্ন সফল করেছেন ছেলে প্রদীপ কৃষ্ণন। মা ও ঠাকুমাকে সিঙ্গাপুর উড়িয়ে নিয়ে যাওয়ার আগে যাত্রীদের আসনের সামনে গিয়ে তাঁদের প্রণাম করেছেন প্রদীপ। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমের সৌজন্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে।

ভিডিওতে দেখা যায়, ভিড় কাটিয়ে যাত্রীদের বসার নির্দিষ্ট আসনের দিকে এগিয়ে আসছেন। তারপরই মা ও ঠাকুমাকে প্রণাম করছেন প্রদীপ। আবেগতাড়িত হয়ে পড়েন মা ও ঠাকুমা। গর্বে বুক ফুলে উঠেছিল তাঁদের। প্লেন ছাড়ার আগে পাইলট হিসেবে নিজের ছেলের নাম শোনার সময় হয়ত তাঁদের চোখের কোনায় আনন্দাশ্রুও চিকচিক করছিল।

এই আবেগঘন মুহূর্তের ভিডিওটি ফেসবুকে পোস্ট করেন প্রদীপের বন্ধু নাগার্জুন দ্বারকানাথ। তিনি জানান, স্বপ্ন সত্যি হল। ইন্ডিগোতে চাকরি পাওয়ার পর আমার রুমমেট প্রদীপ প্রথমবারের জন্য নিজের মা, ঠাকুমা ও বোনকে উড়িয়ে নিয়ে যান। ২০০৭ সালে শিক্ষানবিশ পাইলট হিসেবে প্রথম বিমান উড়িয়ে নিয়ে যাওয়ার পর আমরা বহু পথ অতিক্রম করেছি।