Sunday, September 15, 2024
দেশ

টার্গেট ২০২৪, বাংলা-ঝাড়খণ্ড-ওড়িশার ৪৮ জন NDA সাংসদের সঙ্গে বৈঠক করলেন মোদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বছর ঘুরলেই লোকসভা ভোট। তারই প্রস্তুতি হিসেবে সংসদ অ্যানেক্স ভবনে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশার বিজেপি এবং এনডিএ সাংসদের একটি বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে প্রধানমন্ত্রী সকল সংসদ সদস্যকে সাধারণ মানুষের মাঝে গিয়ে কেন্দ্রের নানা উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরতে বলেন। 

বৈঠকে বিরোধী জোট I.N.D.I.A সম্পর্কে মোদী বলেন, ‘বিরোধীরা শুধু পোশাক বদলেছে, চরিত্র নয়। পোশাক বদলালে চরিত্রের পরিবর্তন হয় না। ইউপিএ-তে অনেক দাগ রয়েছে, সেই কারণেই বিরোধীদের জোটের নাম পরিবর্তন করতে হয়েছে।’

মোদী বলেন, ‘আমাদের গরিবদের কল্যাণে কাজ করতে হবে। প্রতিটি গরিবের জন্য কাজ করতে হবে। আমরা এটা করছি এবং ভবিষ্যতেও চালিয়ে যাব।’

বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুগ বলেন, ‘NDA জোট গত ২৫ বছর ধরে দেশের সেবা করে আসছে এবং প্রধানমন্ত্রী এনডিএ-র ২৫ বছর পূর্ণ হওয়ায় এই সভার আয়োজন করেছেন।’

বিজেপি সাংসদ হরনাথ সিং যাদব বলেন, ‘আমরা সাংসদরা জনগণের কাছে যাব এবং কেন্দ্র সরকারের নানা উন্নয়নমূলক কাজের খতিয়ানের কথা তুলে ধরব। এই বৈঠকে ২০২৪ সালের নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে।’