Saturday, July 27, 2024
দেশ

১৪ ঝাড়ুদার পদে আবেদন ৪৬০৭ MBA, ইঞ্জিনিয়ারের

চেন্নাই: তামিলনাড়ু সচিবালয়ে ১০ পরিচ্ছন্নতাকর্মী এবং ৪ শৌচকর্মী পদে চাকরির জন্য আবেদন করেছেন মোট ৪ হাজার ৬০৭ জন প্রার্থী। আবেদনকারীদের মধ্যে বেশিরভাগই M.Tech, B.Tech, MBA ও স্নাতকোত্তর পড়ুয়ারা আবেদন করেছেন। মাসিক বেতন ১৫ হাজার ৭০০ থেকে ৫০ হাজার টাকা।

এ ছাড়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংখ্যাও কম নয়। অথচ এই পদগুলিতে আবেদনের জন্য শারীরিকভাবে সক্ষম হলেই হবে। গত বছরের আগস্টে এই শূন্য পদগুলোতে চাকরির জন্য বিজ্ঞাপন দেয় তামিলনাড়ু সরকার। সর্বনিম্ন বয়সসীমা ১৮ এবং সর্বোচ্চ বয়সসীমা বিভিন্ন পদের জন্য বিভিন্ন হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

কয়েকদিন আগে তামিলনাড়ু সরকারের ওয়েবসাইটে পদপ্রার্থীদের যোগ্যতাসহ এডমিট কার্ড প্রকাশ করার পরই সামনে আসে কর্মসংস্থানের এই বেহাল চিত্র।

বিশেষজ্ঞদের মতে, ভারতজুড়ে কর্মসংস্থানের সামগ্রিক চিত্র খারাপ হলেও শিক্ষিত যুবক-যুবতীদের ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ আরও শোচনীয়। মূলত কারণেই যে কোনও পদের চাকরির জন্য উচ্চ ডিগ্রিধারীদের ভিড় আরও বাড়ছে।