স্বস্তিতে মোদী সরকার! রেপো রেট কমাল RBI, কমছে বাড়ি, গাড়ির ইএমআই
নয়াদিল্লি: রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৬.২৫ শতাংশ করার সিদ্ধান্ত নিল রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। আরবিআইয়ের রেপো রেট কমানোয় ব্যাঙ্কগুলি গাড়ি, বাড়ি সহ বিভিন্ন ঋণে সুদের হার কমাতে পারে। নয়া রিজার্ভ ব্যাংক গভর্নর শক্তিকান্ত দাসের নেতৃত্বাধীন ছয় সদস্যের রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটি রেপো রেট ৬.৫০ থেকে কমিয়ে করলো ৬.২৫ শতাংশ। এর আগে ২০১৭ সালের পর আগস্টে রেপো রেট কমানো হয়েছিল।
পাশাপাশি রিভার্স রেপো রেটের সুদের হারও কমিয়ে ৬ শতাংশ করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক বিভিন্ন ব্যাংককে যে সুদে স্বল্প মেয়াদী ঋণ দেয় তাই হলো রেপো রেট। অন্যদিকে যে সুদে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে টাকা ধার নেয় রিজার্ভ ব্যাঙ্ক তাই হলো রিভার্স রেপো রেট।
রেপো রেট কমালে তার সুবিধা পায় বিভিন্ন ব্যাঙ্ক। সাধারণত এই সুবিধা গ্রাহকদের কাছে পৌঁছে দেয় বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্ক। রেপো রেট কমানোর পাশাপাশি ২০১৮-১৯ এবং ২০১৯-২০ অর্থবর্ষে গড় জাতীয় উৎপাদন (জিডিপি) বৃদ্ধির হার কী হতে পারে, সেই পূর্বাভাসও দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।
পর্যবেক্ষকদের মতে, আগামী দিনে আরও রেট কমাতে পারে আরবিআই। এদিন ছয় সদস্যের মনিটারি পলিসি কমিটির মধ্যে চারজন রেট কমানোর পক্ষে মত দেন। শক্তিকান্ত দাস একসময় এনডিএ সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। তাঁর আমলে প্রথমবার রিজার্ভ ব্যাঙ্ক পলিসি নিয়ে যে সিদ্ধান্ত নিল তাতে সুবিধা হবে মধ্যবিত্তের। কারণ বাড়ি ও গাড়ির ঋণ হবে আগের চেয়ে সস্তা।
আসন্ন লোকসভা ভোটের আগে মধ্যবিত্ত খুশি হলে অবশ্যই সুবিধা হবে শাসক এনডিএ-র। মধ্যবিত্তকে খুশি করার জন্য আগেও একাধিক ব্যবস্থা নিয়েছে মোদী সরকার। কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী পীযূষ গোয়েল ঘোষণা করেছেন, বছরে তিন লাখ টাকা পর্যন্ত যাদের আয়, তাদের আয়কর দিতে হবে না।