Thursday, April 25, 2024
দেশ

ভারত সফরে আসছেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দিওবা

নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দিওবা পাঁচ দিনের সফরে ২৩ আগস্ট বুধবার ভারতে আসছেন। নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় এখবর নিশ্চিত করেছে।

সফরকালে দিওবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা করবেন। সফরকালে তিনি রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি ভেংকাইয়া নাইডু সঙ্গেও মতবিনিময় করবেন।

প্রধানমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণের পর এটাই দিওবার প্রথম বিদেশ সফর।