Friday, April 26, 2024
দেশ

তৃনমূলের ৩০০০ নেতা-কর্মীর দল ছাড়ার হুঁশিয়ারি

রায়গঞ্জে আদিবাসী মহিলাদের নির্যাতনের ঘটনায় অভিযুক্ত দোষীদের গ্রেফতার করা হয়নি বলে তৃনমূলের ৩০০০ নেতা-কর্মী দল ছাড়ার হুমকি দিয়েছে।

গত ৯ জুলাই রায়গঞ্জ বাসস্ট্যান্ডে দুই নাবালিকাকে ধর্ষন সহ চার আদিবাসী মহিলাকে নির্যাতন করে চার দুষ্কৃতি। অভিযোগ স্ট্যান্ডের উল্টোদিকে একটি হোটেলে দুই মহিলা জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে ধর্ষন করে। এই ঘটনায় পুলিশ সাতজনকে গ্রেফতার করেছে।

এলাকাবাসীর অভিযোগ, এই ধর্ষনকান্ডে ওই হোটেলের মালিক ও পুরসভার ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার জড়িত।

উত্তরবঙ্গ আদিবাসী-তপশিলী সেলের সভাপতি স্যামুয়েল মার্ডি জানান, আগামী দুইদিনের মধ্যে যদি দোষীদের গ্রেফতার না করা হয় তাহলে ৩০০০ নেতা-কর্মী তৃনমূল কংগ্রেস থেকে পদত্যাগ করবেন। তিনি ৩১ ও ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধের হুমকিও দিয়েছেন।

এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।