পুলওয়ামা হামলার প্রতিবাদে কলকাতায় পাকিস্তানের পতাকা পোড়ানো হলো
কলকাতা: পুলওয়ামায় জঙ্গি হামলার প্রতিবাদে রাগে ফুঁসছে গোটা দেশ। শুক্রবার দুপুরে টিপু সুলতান মসজিদের সামনে জমায়েত হয় মুসলিম সংগঠন মজলিস ফালাহ উল মুসলিমিন। এদিন পাকিস্তানের পতাকা পুড়িয়ে পুলওয়ামার ঘটনার প্রতিবাদ করে মজলিস ফালাহ উল মুসলিমিন।
এই জমায়েতে সংগঠনের তরফে জানানো হয়, জাতি ধর্ম নির্বিশেষে এখন দেশবাসীর একসঙ্গে শত্রুদের মোকাবিলা করা উচিত।
মজলিস ফালাহ উল মুসলিমিনের মতে, সরকার কারও বাড়ির ফ্রিজে কী মাংস রাখা আছে সে দিকে নজর না দিয়ে যদি শত্রুদের দিকে নজর দিত, তাহলে এরকম ঘটনা (পুলওয়ামা) ঘটত না।
পাকিস্তানের প্রতি চরম বার্তা দিয়ে এই সংগঠন জানায়, দেশকে বাঁচানোর জন্যে এই দেশের মুসলিমরা নিজেদের জীবনও দিতে পারে। মুসলিম সংগঠনটির এদিনের জমায়েত ছিল মোটের উপর শান্তিপূর্ণ।