Sunday, October 6, 2024
দেশ

ঝাড়খন্ডে এনকাউন্টারে খতম ৩ মাওবাদী

রাঁচি: ফের মাওবাদী দমন অভিযানে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। রবিবার সকালে নিরাপত্তা বাহিনী রসঙ্গে সংঘর্ষে নিহত হয় তিন মাওবাদী। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে দুটি একে ৪৭ রাইফেল।

জানা গেছে, রবিবার সকাল সাড়ে ছ’টা নাগাদ ঝাড়খন্ডের গুমলার জঙ্গলে নিরাপত্তা বাহিনী-মাওবাদীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশের সঙ্গে গুলি লড়াইয়ে তিন মাওবাদীর মৃত্যু হয় ৷

পুলিশ সূত্রে খবর, এ দিন গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনী তল্লাশি চালায়। এর পর শুরু হয় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ। এখনও পর্যন্ত গুলির লড়াই চলছে বলে জানা গিয়েছে।