Sunday, September 15, 2024
দেশ

অসমে বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৪০, আশঙ্কাজনক ৩০০ জন

দিসপুর: দু’সপ্তাহও কাটেনি। বিষমদ খেয়ে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে মারা গিয়েছিলেন ১০০ জন। এবার অসম। রবিবার সকাল পর্যন্ত অসমে বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪০। হাসপাতালে ভর্তি ৩০০ জনেরও বেশি। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ার জেরে চাপের মুখে অসম সরকার। এর মধ্যেই দুটি আলাদা তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। গোলাঘাট এবং জোড়হাটে আলাদা করে তদন্ত হবে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।

রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, একাধিক মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৷ এখনও পর্যন্ত ১৪০ জনের মৃত্যুর খবর রয়েছে ৷ মুহূর্তে মুহূর্তে বাড়ছে মৃতের সংখ্যা ৷ পরিস্থিতি সামাল দিতে আশেপাশের বেশ কিছু জেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজের চিকিৎসকেরা এসেছেন।

বিষমদ কাণ্ডে এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জুগিবাড়ি এলাকার চোলাই মদ কারবারীর মালিককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের নাম ইন্দুকল্পা বরদোলই এবং দেবা বোড়া। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত করেছে পুলিশ।