Tuesday, November 5, 2024
দেশ

দেশের প্রতি তোমার ভালোবাসা ও দায়িত্ববোধকে কুর্নিশ জানাই: রামনাথ কোবিন্দ

নয়াদিল্লি: উইং কমান্ডার অভিনন্দন বর্তমান দেশে ফেরার পর টুইট বার্তায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, দেশে আপনাকে স্বাগত। দেশের প্রতি তোমার ভালবাসা, তোমার সাহস, কর্তব্যজ্ঞান এবং সর্বোপরি তোমার মর্যাদার জন্য দেশ গর্বিত। তোমাকে এবং বায়ুসেনার প্রতিটি আধিকারিককে ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা।

অভিনন্দনকে স্বাগত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। টুইট বার্তায় তিনি বলেন, দেশে আপনাকে স্বাগত। গোটা দেশ উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে নিয়ে গর্বিত।

আড়াই দিন পর দেশে ফিরলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। এদিন ওয়াঘা সীমান্ত দিয়ে তিনি ভারতের মাটিতে পা রাখেন। গতকাল এক বিবৃতিতে তাঁকে ভারতে ফেরত পাঠানোর কথা ঘোষণা করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।