Tuesday, April 30, 2024
দেশ

একদিনেই ছত্তিশগড়ে খতম ২৯ মাওবাদী, ‘শ্রীঘ্রই মাওবাদী মুক্ত দেশ হবে’, হুঙ্কার অমিত শাহর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: লোকসভা ভোটের প্রাক্কালে ছত্তিশগড়ে মাওবাদী দমনে বড়সড় সাফল্য ভারতীয় সেনার। মঙ্গলবার ছত্তিশগড়ের কাঙ্কের জেলায় ২৯ জন মাওবাদীকে খতম করেছে ভারতীয় সেনা। এই ঘটনায় তিন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন বলে খবর। আহত তিন নিরাপত্তা কর্মীকে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সীমান্ত রক্ষী বাহিনী এবং ছত্তিশগড় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের (ডিআরজি) যৌথ অভিযানে এই সফলতা মিলেছে। নিহতদের মধ্যে মাওবাদীদের শীর্ষ নেতা শঙ্কর রাও’ও রয়েছেন। যার মাথার দাম ২৫ লাখ টাকা ঘোষণা করা হয়েছিল। এই ঘটনায় ভারতীয় সেনা জওয়ানদের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

টুইটে তিনি বলেন, ‘আজ ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে বিপুল সংখ্যক নকশাল খতম হয়েছে। আমি সমস্ত নিরাপত্তা কর্মীদের অভিনন্দন জানাই যারা তাদের সাহসিকতার সাথে এই অপারেশনকে সফল করেছে এবং যারা আহত হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।’ 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নকশালবাদ উন্নয়ন, শান্তি ও যুব সমাজের সবচেয়ে বড় শত্রু। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, আমরা দেশকে নকশালবাদের কবল থেকে মুক্ত করার জন্য সংকল্পবদ্ধ। সরকারের আক্রমণাত্মক নীতি এবং নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টার কারণে আজ নকশালবাদ একটি ছোট এলাকায় পরিণত হয়েছে। শ্রীঘ্রই মাওবাদী মুক্ত দেশ হবে।’