কানপুর থেকে গ্রেফতার ২৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: দিল্লি পুলিশ ২৫ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে পাঁচজন নাবালক এবং ১০ জন মহিলা রয়েছেন।
ধৃতরা জানিয়েছে, অভিযুক্তরা সকলেই গত ৮ বছর ধরে কোনও বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে বসবাস করছিলেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিল্লিতে পুলিশ অভিযান চালায়। অভিযানে ২ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। তারা হলেন হাসান শেখ (৩৫) এবং আব্দুল শেখ (৩৭) নামে। তারা উভয়ই বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা।
ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে তারা জানায় যে তাদের বেশ কয়েকজন আত্মীয়স্বজন এবং সহযোগী কানপুরের দেহাতে বাস করে। দ্রুত পদক্ষেপ নিয়ে, পুলিশ দল সেখানে অভিযান চালিয়ে আরও ২৩ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে।”
পুলিশ জানিয়েছে, ধৃতরা সকলেই ঝাঁকুনি, কৃষি শ্রমিক অথবা সাধারণ পেশায় নিয়োজিত ছিলেন।
কর্মকর্তা আরও জানান, পুশব্যাকের আগে আইনি প্রক্রিয়ার জন্য তাদের কমিউনিটি অস্থায়ী আটক কেন্দ্রে রাখা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, এই বছর শুধুমাত্র দক্ষিণ-পূর্ব দিল্লি থেকে মোট ২৩৫ জন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বহিষ্কার করা হয়েছে।