Friday, March 29, 2024
আন্তর্জাতিক

পাকিস্তানে খোঁজ মিলল ২৩০০ বছরের বেশি পুরনো মন্দিরের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পাকিস্তানে ২৩০০ বছরের পুরনো প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। পাকিস্তানি এবং ইতালীয় প্রত্নতাত্ত্বিকদের একটি যৌথ খনন দল উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াট জেলার বারিকোট তহসিলের বাজিরা শহরে এই প্রাচীন মন্দির ও বেশকিছু প্রত্নবস্তু আবিষ্কার করেছে।

একজন সিনিয়র আধিকারিক বলেছেন, ‘পাকিস্তান এবং ইতালীয় প্রত্নতাত্ত্বিকরা খননের সময় অন্যান্য মূল্যবান প্রত্নবস্তু উদ্ধারের পাশাপাশি উত্তর-পশ্চিম পাকিস্তানে বৌদ্ধ যুগের ২৩০০ বছরেরও বেশি পুরানো মন্দির আবিষ্কার করেছে। সোয়াট আবিষ্কৃত মন্দিরটি পাকিস্তানের তক্ষশীলায় আবিষ্কৃত মন্দিরের চেয়েও পুরনো।’ মন্দিরটিকে পাকিস্তানের প্রাচীনতম বৌদ্ধ মন্দির বলা হয়।

বৌদ্ধ যুগের প্রায় ২,৭০০টি প্রাচীন নিদর্শন যার মধ্যে রয়েছে মুদ্রা, আংটি, পাত্র এবং গ্রিসের রাজা মেনান্ডারের আমলের খরোস্তি ভাষার লেখা খননকালে আবিষ্কৃত হয়েছে। পাকিস্তানে ইতালীয় রাষ্ট্রদূত আন্দ্রেয়াস ফেরারেস জানিয়েছেন, ‘পাকিস্তানের প্রত্নতাত্ত্বিক স্থানগুলি বিশ্বের বিভিন্ন ধর্মের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’

সোয়াট জেলার ঐতিহাসিক বাজিরা শহরে খননের ফলে আরও প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যাবে বলে আশা করেছেন ইতালীয় বিশেষজ্ঞরা। জাদুঘর ও প্রত্নতত্ত্ব বিভাগের পরিচালক ডক্টর আব্দুস সামাদ বলেন, ‘বারিকোট সোয়াটের বাজিরা শহর তক্ষশীলার অবশেষের চেয়েও প্রাচীন। শীর্ষস্থানীয় ইতালীয় বিশ্ববিদ্যালয় এবং খাইবার পাখতুনখোয়া প্রত্নতত্ত্ব বিভাগের পিএইচডি ছাত্ররা সেই স্থানগুলির খনন কাজে নিযুক্ত ছিল।’

পাকিস্তানে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্দ্রেয়া ফেরারেস বলেন, ‘গত ৭০ বছর ধরে ইতালির প্রত্নতাত্ত্বিকরা পাকিস্তানের প্রত্নতাত্ত্বিক স্থানগুলি রক্ষা ও খনন করে চলেছে।’

ইতালীয় প্রত্নতাত্ত্বিক লুকা এম. অলিভিয়েরি এর আগে বলেছিলেন, আমরা প্রাচীন কিছু সমাধি এবং অন্যান্য প্রত্নতাত্ত্বিক আবিষ্কার করেছি। এই সমাধিগুলি ইন্দো-গ্রীক এবং সাকা-পার্থিয়ান যুগের হতে পারে।