Tuesday, April 23, 2024
দেশ

২৫০ কুকুরের বাচ্চা হত্যাকারী সেই দুই ‘খুনি’ বানর আটক

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পূর্ব শত্রুতার জেরে মহারাষ্ট্রের একটি গ্রামে হামলা করে অন্তত ২৫০ কুকুরের বাচ্চাকে হত্যা করেছে একটি বানরের দল। এই ঘটনায় ২ বানরকে আটক করেছে বন দফতরের কর্মীরা। কুকুরের আক্রমণে বানরের একটি বাচ্চা হত্যার শিকার হওয়ার পরে এই ভয়াবহ হামলা চালায় বানরের দল।

বার্তা সংস্থা এএনআই সূত্রে খবর, আটক করা ওই বানর দুটিকে নাগপুরে স্থানান্তরিত করা হয়েছে। কাছের একটি বনে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। বন কর্মকর্তা শচীন কান্দ (Sachin Kand) এএনআইকে এই তথ্য জানিয়েছেন।

স্থানীয়রা বলছেন, বানরের একটি বিশাল দল গোটা এলাকায় তাণ্ডব চালাচ্ছে। মজলগাঁও থেকে ১০ কিলোমিটার দূরের লাভুল গ্রামের মধ্যে একটিও কুকুর ছানা বর্তমানে বেঁচে নেই। বানরের দল কুকুরছানা দেখলেই তুলে নিয়ে যাচ্ছে এবং উঁচু জায়গা থেকে ছুঁড়ে হত্যা করছে।

স্থানীয়দের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে বানরের দল স্কুলগামী শিক্ষার্থীদের ওপরেও হামলা চালাচ্ছে। এতে করে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

অদ্ভুত ঘটনাটি কেবল গ্রামবাসী এবং কর্তৃপক্ষের মধ্যেই নয়, সোশ্যাল মিডিয়াও আলোড়ন সৃষ্টি করেছে। নেটিজেনরা ‘বানর বনাম কুকুর গ্যাং ওয়ার’ হ্যাশট্যাগে নিজেদের মন্তব্য জানিয়েছেন।