Tuesday, November 12, 2024
দেশ

পেট্রোল-ডিজেলের দাম কমিয়েছে ২৩টি রাজ্য, কোন পথে হাঁটবে পশ্চিমবঙ্গ?

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস উঠেছিল সাধারণ মধ্যবিত্তের। আমজনতাকে স্বস্তি দিতে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার গত বুধবার জ্বালানির উপর থেকে শুল্ক কমিয়েছে। বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে। লিটার প্রতি পেট্রোলে ৫ টাকা এবং লিটার প্রতি ডিজেলে ১০ টাকা শুল্ক কমিয়েছে কেন্দ্র।

শুল্ক কমানোর পাশাপাশি দেশের রাজ্য সরকারের কাছে কেন্দ্রের আবেদন পেট্রোল-ডিজেলের উপর থেকে ভ্যাট কমানোর। কেন্দ্রের সেই আহবানে সাড়া দিয়ে ইতিমধ্যেই দেশের ২৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পেট্রোল ডিজেলের উপর থেকে ভ্যাট কমিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও সিদ্ধান্ত আসেনি পশ্চিমবঙ্গ-সহ ১৩টি রাজ্য। তাৎপর্যপূর্ণভাবে এগুলির সবগুলিই অবিজেপি শাসিত রাজ্য।

কেন্দ্রীয় সরকার রাজ্যগুলি পেট্রোল-ডিজেলের উপর থেকে ভ্যাট কমায়নি তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। এ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র বলেন, ‌‘‘আগে কেন্দ্র ও রাজ্যের কর কাঠামোকে সমান করতে হবে। কর কাঠামো সমান করার পরই কেন্দ্র রাজ‌্যকে ভ‌্যাট কমানোর কথা বলুক। মুখরক্ষার রাজনীতি করছে কেন্দ্র।’

এ প্রসঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইটে বলেছেন, ‘বিকাশের জুমলা থেকে কয়েক ক্রোশ দূর। লাখো পরিবার কাঠে রান্না করতে বাধ্য হচ্ছেন। মোদীজির বিকাশের গাড়ি রিভার্স গিয়ারে চলছে। তাও আবার তার ব্রেক ফেল হয়ে গিয়েছে।’