Sunday, September 15, 2024
দেশ

যুদ্ধের হুংকার পাকিস্তানের, বদলায় তৈরি ভারত

নয়াদিল্লি: বালাকোটে ভারতের প্রত্যাঘাতের পর সীমান্তে পরপর গুলি বর্ষণ করছে পাকিস্তান। যোগ্য জবাব দিচ্ছে ভারত। সীমান্তে নেওয়া হচ্ছে যুদ্ধের পূর্ববর্তী যাবতীয় প্রস্তুতি।

IAF জানিয়েছে, ভারতের আকাশসীমা লঙ্ঘন করে পুঞ্চ ও রাজৌরিতে বোমা ফেলল পাকিস্তানি জেট। কানা চক সাম্বা-র আন্তর্জাতিক সীমান্তে সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের। যোগ্য জবাব ফিরিয়ে দিল বিএসএফ। সূত্রের খবর, সংঘর্ষে নিহত দুই পাক-রেঞ্জার্স।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের বীর সেনাদের প্রণাম জানিয়ে বলেন, দলের থেকেও বড় দেশ। মোদী বলেন, দেশের ক্ষতি হতে দেবেন না কোনও পরিস্থিতিতেই।

এদিকে, উচ্চ পর্যায়ের বৈঠক শেষে পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মাহমুদ কুরেশি জানালেন ভারত সীমা অতিক্রম করেছে এবং এর যোগ্য জবাব ফিরিয়ে দেওয়ার অধিকার পাকিস্তানের আছে। LoC পেরিয়েছে ভারত। এর যোগ্য জবাব দেবে পাকিস্তান।