‘কাশ্মীর ঠান্ডা করে দিয়েছি, আর কোথায় যাদবপুর’, হুঙ্কার দিলীপ ঘোষের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনায় হুঙ্কার দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। উল্লেখ্য, মৃতের পরিবারের অভিযোগ, র্যাগিংয়ের জেরেই মর্মান্তিক এই ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ১৩ জন ছাত্রকে।
এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘এই বিশৃঙ্খলা বন্ধ করতে হবূ। যেখানে সন্ত্রাসবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, সমাজবিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, আমরা বুট দিয়ে থেঁতলে দিয়েছি। জেএনইউ বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখে আসুন। ওখানেও আজাদি আজাদি করা হতো। সবাইকে আজাদ করে দেওয়া হয়েছে। আজ ওখানে লেনিন, মাও সে তুং নেই। বিবেকানন্দের মূর্তি দাঁড়িয়ে রয়েছে। তৃণমূল ক্ষমতা থেকে সরলে, সেদিন যাদবপুরে বিবেকানন্দের মূর্তি আর ভারত মাতা কি জয়, জয় শ্রী রাম স্লোগান দেওয়া হবে। কাশ্মীর ঠান্ডা করে দিয়েছি, আর কোথায় যাদবপুর!’
দিলীপ ঘোষ বলেন, ‘তৃণমূল সাংসদরা যাদবপুরে ঢুকছেন না কেন? ওটা কি পাকিস্তান হয়ে গেছে নাকি? পুলিশ কি জন্য আছে? শুধু ঘুষ নেওয়ার জন্য? পুলিশ লেজ গুটিয়ে বসে আছে কেন? বাবা–মা অনেক স্বপ্ন নিয়ে তাদের সন্তানকে পড়াশোনা করতে পাঠান। সেখানে এমন মর্মান্তিক ঘটনা।’