ঝাড়খণ্ডের জঙ্গলে এনকাউন্টারে খতম শীর্ষ মাওবাদী নেতা অনল দা-সহ ১৭
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার সারান্ডা জঙ্গলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে সিপিআই (মাওবাদী)-র শীর্ষ নেতা অনল দা ওরফে তুফান নিহত হয়েছেন। তার মাথার দাম ছিল ১ কোটি টাকা। বৃহস্পতিবার ভোরে চোটানাগড়া থানার কুম্ভডিহ গ্রামের কাছে এই গুলির লড়াই শুরু হয়। সরকারি সূত্রে খবর, এই সংঘর্ষে মোট ১৭ জন মাওবাদী নিহত হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বৃহস্পতিবার ভোর থেকেই সারান্ডা জঙ্গলের গভীর অংশে একটানা গুলির শব্দ শোনা যায়। ঘন জঙ্গল ও দুর্গম পাহাড়ি এলাকাজুড়ে ব্যাপক তল্লাশি চালাচ্ছে নিরাপত্তাবাহিনী।
চাইবাসা পুলিশের তরফে জানানো হয়েছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সারান্ডা জঙ্গলে মাওবাদী বিরোধী অভিযান চালাচ্ছিল যৌথ বাহিনী। সেই সময় জঙ্গলে লুকিয়ে থাকা মাওবাদীরা আচমকা গুলি চালায়। পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনী, যার জেরে সংঘর্ষ তীব্র আকার নেয়।
নিহত অনল দা ওরফে পাতিরাম মাঝি ছিলেন সিপিআই (মাওবাদী)-র সেন্ট্রাল কমিটির সদস্য এবং সারান্ডা এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয়।
উল্লেখ্য, কেন্দ্র সরকার ২০২৬ সালের মার্চের মধ্যে মাওবাদী সমস্যা সম্পূর্ণভাবে দমনের লক্ষ্য স্থির করেছে। আইজি রাজ জানিয়েছেন, সারান্ডা এখনও মাওবাদীদের অন্যতম শক্ত ঘাঁটি। তিনি বলেন,“ঘন জঙ্গল, দুর্গম পাহাড়ি পথ এবং কঠিন ভূপ্রকৃতি মাওবাদীদের কার্যকলাপ চালিয়ে যেতে সাহায্য করে। সেই কারণেই এখানে বড়সড় অভিযান চালানো হচ্ছে।”
বর্তমানে গোটা এলাকা ঘিরে ফেলে চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।


