Saturday, September 23, 2023
আন্তর্জাতিক

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ১৫ শিক্ষানবিশ সেনা

কাবুল: আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী হামলায় ১৫ শিক্ষানবিশ সেনা নিহত হয়েছে। বিগত ২৪ ঘণ্টায় আফগান রাজধানীতে এটি দ্বিতীয় আত্মঘাতী হামলা এবং মঙ্গলবার থেকে সপ্তম বড় হামলা। এসব হামলায় কমপক্ষে ২০০ জন নিহত হয়েছে, আহত হয়েছে অসংখ্য মানুষ।

গত শনিবারের হামলার বিষয়ে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, শনিবার সন্ধ্যায় মিলিটারি একাডেমি থেকে সেনাবাহিনী ক্যাডেটদের বহনকারী মিনিবাস বের হলে সেটিতে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে ১৫ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো ৪ জন।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দাওলাত ওয়াজিরি বলেন, হামলাকারী পায়ে হেঁটে এসেছিল। এদিকে তালেবানরা এই হামলার দায় স্বীকার করেছে।

এর আগে শুক্রবার জুম্মার নামাজের সময় পরপর দুটি মসজিদে বোমা হামলায় অন্তত ৭২ জন নিহত হয়। বুধ ও বৃহস্পতিবার কান্দাহারের সেনা ক্যাম্পে তালেবানের হামলায় কমপক্ষে ৫৮ সেনাসদস্য নিহত হয়।