Sunday, October 13, 2024
দেশ

উত্তরাখণ্ডে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ১৪

উত্তরকাশি: উত্তরাখণ্ডে ভয়াবহ বাস দুর্ঘটনা। রবিবার উত্তরকাশিতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১৫০ ফুট গভীর খাদে পড়ে যায় একটি যাত্রীবাহী বাস। জানকিকাট্টি থেকে বিকাশনগর যাওয়ার পথে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৪ জনের। আহত হয়েছেন ১৩ জন। আহতদের জলি গ্র্যান্টে AIIMS ঋষিকেশ ও হিমালয়ান হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের হেলিকপ্টারে করে দেরাদুনে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

জেলা শাসক আশিস চৌহান জানিয়েছেন, আহতদের উদ্ধার করে হেলিকপ্টারে করে দেরাদুনের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনোও পর্যন্ত ১৩ জনকে উদ্ধার করা গিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাসের আর কেউ নিখোঁজ রয়েছেন কিনা তার খোঁজ চালাচ্ছে পুলিশ। পুলিশের পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। অতিরিক্ত যাত্রী বহনের জেরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায় বলে মনে করা হচ্ছে।

এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। প্রশাসনকে আহতদের চিকিত্‍‌সার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।