কন্যাসন্তানের মা হলেন নেহা ধুপিয়া
মুম্বাই: কন্যাসন্তানের জন্ম দিলেন নেহা। রবিবার সকাল ১১ নাগাদ খারের উইমেন্স হসপিটালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। মা ও সন্তান সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে। নেহার মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাসিত ভক্তরা। সকলেই নতুন বাবা-মাকে শুভেচ্ছা জানিয়েছেন। আপাতত নেহা ও অঙ্গদ কবে মেয়ের ছবি শেয়ার করবেন, তার অপেক্ষায় ভক্তরা।
টুইটারে শুভেচ্ছা জানান অনেকেই। শক্তি রাজপুত নামে একজন লিখেন- কন্যা সন্তানের জননী নেহা ধুপিয়াকে অভিনন্দন। দীর্ঘ প্রেমের পর সন্তানসম্ভবা অবস্থাতেই গত মে মাসে বিয়ের পিড়িতে বসেন নেহা ও অঙ্গদ। যদিও প্রথম থেকে বিষয়টি নিয়ে চুপ থাকেন নেহা। পুরো বিষয়টিই অস্বাকীর করেন অঙ্গদ বেদী ও তাঁর পরিবারও।
It’s a baby girl!!
Congratulations to the new parents, @NehaDhupia and @Imangadbedi for the beautiful addition to their family. pic.twitter.com/Mrsg5Z0l3t
— Filmfare (@filmfare) 18 November 2018
তবে বিয়ের পরই প্রেগন্যান্সির বিষয়টি জানান নেহা ও অঙ্গদ ৷ তখন অঙ্গদ সোশ্যাল সাইটের মাধ্যমে নেহার মা হওয়ার খবর স্বীকার করে নেন। আর এই অবস্থায় টানা কাজ করে গিয়েছেন নেহা ৷ ভীষণভাবে সক্রিয় ছিলেন তিনি ৷ নেহার বক্তব্য ছিল, তিনি সন্তানসম্ভবা জানতে পারলে কাজ পাওয়ার অসুবিধা হবে সে কারণেই তিনি প্রথমে বিষয়টি চেপে গিয়েছিলেন।