Thursday, May 2, 2024
টালিউড

বাংলা ভাষার প্রথম ছবি হিসেবে টাইম স্কোয়ারের বিলবোর্ডে ‘দোস্তজী’

কলকাতা ট্রিবিউন ডেস্ক: নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের বিলবোর্ডে জায়গা করে নিল বাংলা ছবি ‘দোস্তজী’। মূলত টাইম স্কোয়ারে হোর্ডিংয়ে হলিউডের বড় বড় ছবি স্থান পায়! কিন্তু এই প্রথম কোনও বাংলা ছবি টাইম স্কোয়ারের বিলবোর্ডে। ছবির পরিচালক প্রসূন চট্টোপাধ্যায় টুইট করে এই খবর জানিয়েছেন।

টুইটে তিনি লিখেছেন, “বাংলা ভাষার প্রথম ছবি হিসেবে ‘দোস্তজী’ চলছে নিউ ইয়র্ক শহরের টাইম স্কোয়ারের বিলবোর্ডে। বাংলা ছবির এক ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম আমরা। #দোস্তজী #Dostojee”

প্রসূন চট্টোপাধ্যায় বলেন, ‘‘খুব ভালো লাগছে। বাংলা সিনেমার জন্য আজ একটা বড় দিন। একটা বড় প্রাপ্তি।’’ উল্লেখ্য, টাইম স্কোয়ারের বিলবোর্ডে বলিউড সিনেমার জায়গা করে নেওয়ার ঘটনাও খুব বিরল। এখানে টলিউডের সিনেমা ‘দোস্তজী’ বাজিমাত করলো।

গত ১৭ মার্চ আমেরিকা, কানাডা, সংযুক্ত আরব আমিরশাহি, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে মুক্তি পেয়েছে ‘দোস্তজী’। আগামী বছর অস্কারের দৌড়েও থাকছে এই ছবি।