Tuesday, April 23, 2024
দেশ

তামিলনাড়ুতে ভারী বৃষ্টিপাতে ১২ জনের মৃত্যু

চেন্নাই: এক সপ্তাহেরও বেশি সময় ধরে শুরু হওয়া টানা বৃষ্টিতে তামিলনাডু রাজ্যে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রাজ্যের রাজধানী চেন্নাইয়ে আটজনসহ রাজ্যজুড়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে। এদের মধ্যে দু’জন শিশুও রয়েছে। বেশিরভাগই মারা গেছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে।

চেন্নাইসহ রাজ্যের উপকূলীয় এলাকাগুলোর বিভিন্ন অংশে শতাধিক ত্রাণশিবির খোলা হয়েছে যেগুলোতে ১০ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে। বৃষ্টির কারণে অনির্দিষ্টকালের জন্য স্কুল-কলেজগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে এবং পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। বিপর্যয় মোকাবিলা দফতর থেকে সতর্কবার্তাও জারি করা হয়েছে ।

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে উত্তরপূর্ব মৌসুমী বায়ু আসার পর প্রথম সপ্তাহেই গড়পড়তা ৭৪ শতাংশ বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবার থেকেই বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে গেছে। বৃষ্টিপাত রেকর্ড মাত্রা ছাড়িয়ে গিয়েছে। শুক্রবার রাত পর্যন্ত চেন্নাইয়ে ৪৪১.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টির পরও চেন্নাইয়ের বেশিরভাগ এলাকার জমে থাকা পানি সরিয়ে ফেলা সম্ভব হলেও নিচু এলাকা এবং শহরতলির কিছু অংশ জলাবদ্ধ হয়ে আছে।

এর আগে ২০১৫ সালে ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখে পড়ে চেন্নাইবাসী। সেবার শতাব্দীর ভয়াবহ বন্যায় দেড়শতাধিক মানুষের প্রাণহানি ঘটে।