ইতিহাসের আয়নায় 05 নভেম্বর
ইতিহাসে 05 নভেম্বর
1556- পানিপথের দ্বিতীয় যুদ্ধে মোগল সম্রাট আকবরের বাহিনীর হাতে হিমু পরাস্ত হন।

1795- বাংলা নাটকের প্রথম বিজ্ঞাপন প্রকাশিত হয় ‘ক্যালকাটা গেজেট’ পত্রিকায়।
1911- ইতালি তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং ত্রিপোলি দখল করে নেয়।
1854- নোবেলজয়ী [1912] ফরাসি রসায়নবিদ পল সাবাতিয় জন্মগ্রহণ করেন।

1870- স্বাধীনতা সংগ্রামী দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ জন্মগ্রহণ করেন।

1975- নোবেলজয়ী [1958] মার্কিন বংশাণুবিদ এডওয়ার্ড টাটুম মৃত্যুবরণ করেন।

1982- ফরাসি চলচ্চিত্রকার জাক তাতি মৃত্যুবরণ করেন।

1993- ফ্রান্স, জার্মানি ও বেলজিয়াম ন্যাটোর বিকল্প ইউরোপীয় বাহিনী ইউরো কর্পস গঠন করে।
2011- কণ্ঠশিল্পী ভূপেন হাজারিকা মৃত্যুবরণ করেন।
