Thursday, April 25, 2024
কলকাতাদেশ

বর্ধমানে তৃণমূলের ১০০০ সমর্থক যোগ দিলেন বিজেপিতে

পূর্বস্থলী, ১৬ সেপ্টেম্বর : ফের ভাঙনের শিকার তৃণমূল কংগ্রেস। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীতে আয়োজিত জনসভায় আজ রাজ্য BJP-র সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, রূপা গাঙ্গুলি, রাজ্য সম্পাদক রাজীব ভৌমিক, বর্ধমান-পূর্বের জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ, জেলা পর্যবেক্ষক সত্যব্রত দত্ত, গোপাল চট্টোপাধ্যায় প্রমুখ রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে ১০০০ জন তৃণমূল সমর্থক বিজেপিতে যোগদান করেছেন বলে দাবি করেছে বিজেপি নেতৃত্ব। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন রূপা গাঙ্গুলি ও জয়প্রকাশ মজুমদার।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মহরম ও দুর্গা প্রতিমা বিসর্জন প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেন রূপা গাঙ্গুলি। রূপাদেবী বলেন, “মুখ্যমন্ত্রী আজ আবার বলেছেন অস্ত্র নিয়ে মিছিল চলবে না। তাই যদি হয় তাহলে মহরমের মানেটাই যাবে পালটে। কারণ শিখরা কোমরের কাছে ধর্মীয় কৃপাণ রাখেন। হিন্দুদের মা কালীর হাতে থাকে খড়গ। আর সেই খড়গ তো পুজোর জিনিস। আমরা মনে করি সরকারের সিদ্ধান্ত এইভাবে সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া অনুচিত। এই রাজ্যে BJP সরকার ক্ষমতায় এলে প্রতিমা বিসর্জন ও মহরম একসঙ্গে হবে।একদিকে যখন নিরঞ্জন হবে তখন অন্যদিকে মহরমও চলবে। পশ্চিমবঙ্গে এই ধরনের বিভাজন আগে তো কোনওদিনই হয়নি। এখানে অনেকেই আছেন যাদের স্বামী হিন্দু তো স্ত্রী মুসলিম অথবা স্ত্রী হিন্দু তো স্বামী মুসলিম। তাঁরা দুজনই দুজনের ধর্মকেই মেনে নিয়ে সম্মান জানান।”

সূত্র: Bangla Eenadu India