Thursday, April 25, 2024
দেশ

হাবড়ায় ফেসবুক করা নিয়ে দাদার বকুনিতে আত্মঘাতী বোন

হাবড়া: ফেসবুক নিয়ে ব্যস্ত থাকায় বোনকে বকাবকি করার অভিমানে আত্মঘাতী হল বোন ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়ার মনসাবাড়ির নতুন গ্রামে।

স্থানীয় ও পরিবার সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় বোন মাম্পি দাস পড়ার পরিবর্তে মোবাইলে ফেসবুক নিয়ে ব্যস্ত ছিল। সেই দেখে দাদা দুলাল দাস বকাবকি করায় অভিমানে আত্মঘাতী হয় বোন। ১৬ বছর বয়সী মাম্পি দাশ হাবড়া কামিনী কুমার স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী। বোনকে বকা বকি করার পর দাদা নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। সেই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজের ঘরের দরজা বন্ধ করে গলায় ওরনার ফাঁসে দিয়ে আত্মহত্যা করে সে।

বেশ কিছুক্ষণ পর দাদা বাড়ি ফিরে অনেক ডাকা ডাকি করেও বোনের সাড়া পাননি। তখন ঘরের জানালা দিয়ে উঁকি মারতে গিয়ে মাম্পির দাদা দেখেন বোন ঝুলছে৷ সাথে সাথে দরজা ভেঙে নামিয়ে হাবড়া হাসপাতালে নিয়ে আসলে মৃত বলে ঘোষনা করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।