Saturday, July 27, 2024
রাজ্য​

শুক্রবার থেকে রাজ্যে নামছে কেন্দ্রীয় বাহিনী

কলকাতা: সপ্তদশ লোকসভা ভোটের মাস খানেক আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। ১৫ মার্চ, শুক্রবার থেকে রাজ্যে নামছে কেন্দ্রীয় বাহিনী। কমিশন সূত্রের খবর, শুক্রবার রাজ্যে ১০ কোম্পানি সীমান্তরক্ষী বাহিনী তথা বিএসএফ পৌঁছাবে।

তাদের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং কলকাতায় মোতায়েন করা হবে। কারণ লোকসভা ভোটের আগে এইসব জায়গাগুলিতে গোষ্ঠী সংঘর্ষ দেখা গেছে। তাই আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী এসে ভোটের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা ও ভোটারদের মনোবল বাড়াতে সাহায্য করবে।

তবে লোকসভা ভোটে রাজ্যে মোট কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কাজে লাগানো হবে, তা সোমবার রাত পর্যন্ত নিশ্চিত করে জানায়নি নির্বাচন কমিশন। তবে কমিশনের এক কর্তা এদিন বলেন, এটি বাহিনীর প্রথম দফা। ধাপে ধাপে আরও বাহিনী আসবে।

উল্লেখ্য, বিরোধীরা আগে থেকেই দাবি জানিয়েছিলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাজ্যে টহলদারি শুরু করতে হবে। দক্ষিণ ২৪ পরগনার বাহিনী বেশি দেওয়ার পিছনে পঞ্চায়েত ভোটের সংঘর্ষকে অন্যতম কারণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।