Saturday, July 27, 2024
দেশ

গুজরাটে প্রকাশ্যে PUBG খেলায় গ্রেফতার ১০ কলেজছাত্র

রাজকোট: পুলিশ নিষেধাজ্ঞা জারি করা সত্ত্বেও মোবাইল ফোনে পাবজি গেম খেলার ‘অপরাধে’ গুজরাটের রাজকোট থেকে ১০ কলেজ পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার পশ্চিম গুজরাট থেকে তাদের গ্রেফতার করা হয়।

গত সপ্তাহে গেমটি খেলার বিষয়ে সরাসরি নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। তাদের মতে, এই গেমে আসক্তদের ‘আচার-আচরণ এবং কথাবার্তায়’ গেমের বিশেষ প্রভাব পরিলক্ষিত হয়।

রাজকোট তালুকার পুলিশ ইন্সপেক্টর ভি এস বানজারা জানিয়েছেন, ধৃতদের মধ্যে ৬ কলেজ পড়ুয়াও রয়েছেন। পুলিশ কর্মকর্তা রোহিত রাভাল বলেন, গেমটি প্রচণ্ড আসক্তিপূর্ণ এবং অভিযুক্তরা ওই খেলায় খুবই নিমগ্ন হয়ে পড়েছিল।

উল্লেখ্য, বিশ্বজুড়ে ১০০ মিলিয়নেরও বেশি ডাউনলোড হওয়া গেমটি গুজরাটে নিষিদ্ধ করা হয়েছে। অভিভাবক ও শিক্ষকরা মনে করেন, গেমটি হিংস্রতার প্ররোচণা দেয় এবং পড়াশোনা থেকে শিক্ষার্থীদের দূরে সরিয়ে রাখে।