ভারতে ৬টি পরমাণু বিদ্যুৎকেন্দ্র বানাবে আমেরিকা
ওয়াশিংটন: নিরাপত্তা ও বেসামরিক পরমাণু শক্তি উৎপাদনে পারস্পরিক সহযোগিতা বাড়াতে ভারতে ছয়টি পরমাণু বিদ্যুৎকেন্দ্র তৈরি করবে আমেরিকা। আমেরিকা ও ভারত এক যৌথ বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে।
তেল ক্রয়ের দিক দিয়ে বিশ্বে ভারতের অবস্থান তৃতীয়। এ কারণেই ভারতকে পরমাণু বিদ্যুৎ চুল্লিসহ অন্যান্য যন্ত্রাংশ বিক্রিতে আগ্রহ রয়েছে যুক্তরাষ্ট্রের। তাই পারস্পরিক সহযোগিতা বাড়াতে পরমাণু বিদ্যুৎকেন্দ্র তৈরিতে চুক্তিবদ্ধ হয়েছে দু’দেশ।
India, US agree to build six nuclear power plants
Read @ANI story | https://t.co/WYTObykKD2 pic.twitter.com/fz9luChGAb
— ANI Digital (@ani_digital) 14 March 2019
ওয়াশিংটনে অনুষ্ঠিত এ বৈঠকে ভারতের পক্ষে অংশগ্রহণ করেন পররাষ্ট্র সচিব বিজয় গোখলে। আর যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক দফতরের আন্ডার সেক্রেটারি আন্দ্রিয়া থম্পসন।
বিবৃতিতে বলা হয়েছে, তাঁরা দ্বিপাক্ষিক সুরক্ষা ও অসামরিক পরমাণু সহযোগিতা জোরদার করায় দায়বদ্ধতা প্রকাশ করেছেন। ঠিক হয়েছে, ভারতে ৬টি পরমাণু চুল্লি গড়বে আমেরিকা।