Friday, March 21, 2025
দেশ

ভারতে ৬টি পরমাণু বিদ্যুৎকেন্দ্র বানাবে আমেরিকা

ওয়াশিংটন: নিরাপত্তা ও বেসামরিক পরমাণু শক্তি উৎপাদনে পারস্পরিক সহযোগিতা বাড়াতে ভারতে ছয়টি পরমাণু বিদ্যুৎকেন্দ্র তৈরি করবে আমেরিকা। আমেরিকা ও ভারত এক যৌথ বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে।

তেল ক্রয়ের দিক দিয়ে বিশ্বে ভারতের অবস্থান তৃতীয়। এ কারণেই ভারতকে পরমাণু বিদ্যুৎ চুল্লিসহ অন্যান্য যন্ত্রাংশ বিক্রিতে আগ্রহ রয়েছে যুক্তরাষ্ট্রের। তাই পারস্পরিক সহযোগিতা বাড়াতে পরমাণু বিদ্যুৎকেন্দ্র তৈরিতে চুক্তিবদ্ধ হয়েছে দু’দেশ।

ওয়াশিংটনে অনুষ্ঠিত এ বৈঠকে ভারতের পক্ষে অংশগ্রহণ করেন পররাষ্ট্র সচিব বিজয় গোখলে। আর যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক দফতরের আন্ডার সেক্রেটারি আন্দ্রিয়া থম্পসন।

বিবৃতিতে বলা হয়েছে, তাঁরা দ্বিপাক্ষিক সুরক্ষা ও অসামরিক পরমাণু সহযোগিতা জোরদার করায় দায়বদ্ধতা প্রকাশ করেছেন। ঠিক হয়েছে, ভারতে ৬টি পরমাণু চুল্লি গড়বে আমেরিকা।