পাঞ্জাবের গুরুদাসপুর থেকে বিজেপি প্রার্থী হতে পারেন অভিনেতা অক্ষয় খান্না
মুম্বাই: রাজনীতির ময়দানে নামতে চলেছেন চলচ্চিত্র জগতের আরও এক তারকা। বিনোদ খান্নার আসনেই ছেলে অক্ষয় খান্না বিজেপির হয়ে এবারের লোকসভা নির্বাচনে দাঁড়াতে চলেছেন। বাবার মতো অক্ষয়ও বলিউডের একজন নামকরা অভিনেতা।
আসন্ন লোকসভা নির্বাচনে তাকে পাঞ্জাবের গুরুদাসপুর থেকে প্রার্থী করতে চাচ্ছে বর্তমান ক্ষমতাসীন দল বিজেপি। অক্ষয়ের বাবা বিনোদ খান্না এই আসন থেকে ১৯৯৮, ২০০৯ ও ২০১৪ সালে মোট তিনবার সাংসদ নির্বাচিত হন।
ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১৭ সালের ২৭ এপ্রিল মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা যান এই অভিনেতা ও রাজনীতিক বিনোদ খান্না। এবার তাঁর আসনে ছেলে অক্ষয় খান্নার নাম মনস্থ করেছে বিজেপি।
বিজেপি সূত্রে খবর, এই বিষয়ে বিনোদ খান্নার স্ত্রী কবিতা খান্নার সঙ্গে সঙ্গে কথাও হয়েছে বিজেপির। বিনোদ খান্নার পরিবারের তরফ থেকে সবুজ সংকেত পেলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, গুরুদাসপুরের এই আসনে বর্তমান সাংসদ কংগ্রেসের সুনীল জাখার।