Friday, April 26, 2024
আন্তর্জাতিক

সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রায় নিয়ে বর্তমান প্রধানমন্ত্রীর ভাষ্য

সরকারি টাকা আত্মসাতের অভিযোগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছর এবং তার ছেলে তারেক রহমানকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। এ রায় পাওয়ার পর পরই নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয় সাবেক প্রধানমন্ত্রীকে। সারা বাংলাদেশে আলোচিত এ রায় নিয়ে মন্তব্য করেছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আজ বিকেলে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত জনসভায় দেয়া ভাষণে বলেন, ‘এতিমের টাকা চুরি করে খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান ধরা পড়েছে। আজ রায় হয়েছে, লজ্জা থাকলে তারা আর কোনদিন দুর্নীতি করবে না।’

তিনি আরো বলেন, ‘যারা মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, তাদের বিচার এমনিই হয়, তাই হচ্ছে। মানুষ পুড়িয়ে মারার কারণে আল্লাহর আরশ কেঁপে উঠেছে, সেই বিচার এখন হচ্ছে।’