Friday, April 26, 2024
দেশ

‘জয় শ্রীরাম’ বলার অপরাধে ফতোয়ার মুখে বিহারের মন্ত্রী

পটনা, ৩০ জুলাই: আরজেডির ছেড়ে বিজেপির সঙ্গে জোট করে আস্থা ভোটে জয়ী হন বিহারের নীতীশ কুমার। তাঁর মন্ত্রিসভায় সংখ্যালঘু উন্নয়ন দফতরের দায়িত্ব পান ফিরোজ আহমেদ।

গতকাল রাজ্য বিধানসভায় শপথগ্রহণের সময় ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়েছিলেন ফিরোজ আহমেদ ওরফে খুরশিদ। মুসলিম হয়েও কেন মুখে ‘জয় শ্রী রাম’! তাই বিহারের উলেমারা ফতোয়া জারি করে তাঁর বিরুদ্ধে।

বিহারের উলেমারা দাবি করেন, জয় শ্রীরাম বলার সঙ্গে সঙ্গেই ধর্মচ্যুত হয়েছেন এবং ফতোয়া অনুযায়ী বিয়েও নাকি ভেঙে গিয়েছে তাঁর। জয় শ্রীরাম বলার সঙ্গে সঙ্গেই খুরশিদ ধর্মচ্যুত হয়েছেন।

খুরশিদের দাবি, রাজ্যের উন্নয়ন ও সম্প্রীতি রক্ষার্থে তাঁকে যদি ‘জয় শ্রীরাম’ বলতে হয়, তবুও তিনি পিছপা হবেন না।