নেতাজিকে নীচে রেখে উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, তীব্র বিতর্ক
কলকাতা: বিধানসভা ভোটের আগে রাজনৈতিক দলগুলি নেতাজির জন্মজয়ন্তী পালনে প্রবল উৎসাহ-উদ্দীপনা দেখাল। যার ফলে পবিত্র দিনটা আর ততটা পবিত্র রইল না। কালির ছিটে পড়ল। বিতর্কের শুরু হয় ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি জন্মজয়ন্তী পালনের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দিতে উঠতেই জয় শ্রীরাম ধ্বনি নিয়ে। তবে সেটা তো দিয়েছিল গুটিকয়েক বিজেপি কর্মীরা। যার প্রতিবাদে বক্তব্য না রেখেই নেমে যান মমতা। তবে পবিত্র দিনটাকে কালিমা লেপন করতে পিছিয়ে নেই রাজ্যের শাসকদল তৃণমূল শিবিরও।
এবার সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্কের সূত্রপাত হলো একটি ছবিকে কেন্দ্র করে। ওই ছবিতে দেখা যাচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর নীচে রেখে উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। নেতাজির জন্মজয়ন্তীতে এমনই ছবি দেখা গেল বেলেঘাটায় তৃণমূলের একটি অফিসে। যা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।

এই ঘটনায় একজন বলেছেন, মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ভোটব্যাংকের রাজনীতি করতে এতটাই ব্যস্ত পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের বাংলার সংস্কৃতিকে উনি পুরো দেশবাসীর সামনে অপমানিত করছেন। এটাই কি বাংলার সংস্কৃতি? আরেকজন বলেছেন, এরা আবার বাংলার সংস্কৃতি নিয়ে গর্ব করে। ছি:।
মমতার পাশে দাঁড়িয়ে অনেকেই আবার বলেছেন, ছবির পাল্টা আক্রমণে আবার ছবি দেওয়া সহজ, খুব সহজ। কিন্তু, তাতে নিন্দনীয় ভিক্টোরিয়া ঘটনার কোনও ব্যাখ্যা হয় না। ঐ ঘটনা শুধুমাত্র মুখ্যমন্ত্রীকে অপমান করা হয় নি, অপমান করা হয়েছে প্রধানমন্ত্রী তথা আয়োজক মন্ত্রককেও। এই বোধটুকু হনুগুলোর থাকা দরকার ছিল। কিন্তু দুর্ভাগ্য, নেই।
তবে নেতাজি প্রেমীদের মনে প্রশ্ন উঠছে একটাই। বিজেপি, তৃণমূল একে অপরের পাল্টা কর্মসূচি পালন করলো। তবে পুরোটাই কি লোক দেখানো ? সবটাই কি বিধানসভা ভোট এগিয়ে আসছে বলে? ভিক্টোরিয়া মেমোরিয়ালে জয় শ্রীরাম ধ্বনি, মমতার ছবি নীচে নেতাজি- এসব রাজনৈতিক দলের কর্মসূচির মধ্যে বাত্যই থেকে গেলেন নেতাজি ? এমনটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আপমর নেতাজি প্রেমীদের মনে।


