Wednesday, November 19, 2025
কলকাতা

মমতাকে খ্যাপানোর জন্যেই ‘জয় শ্রীরাম’ স্লোগান: তথাগত রায়

কলকাতা: শনিবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠানের মধ্যেই উঠল জয় শ্রী রাম (Jay Sri Ram) স্লোগান। যা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এর মধ্যেই এ প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)। তাঁর মতে, মমতা বন্দ্যোপাধ্যায়কে খ্যাপানোর জন্যই কিছু মানুষ মজা করে জয় শ্রীরাম স্লোগান দিয়েছেন।

টুইটে তিনি বলেছেন, শনিবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে মমতার অকারণ গোঁসা করার ফলে সামান্য ছব্দপতন হয়ে থাকতে পারে। কিন্তু যেসব ছোকরারা মমতাকে খ্যাপাবার জন্য চেঁচিয়েছিল তারা খুব মজা পেয়েছে। আমি বুঝে পাই না,মমতার মত একজন পোড়-খাওয়া রাজনীতিক, যাঁর উচিত ছিল এটা হেসে উড়িয়ে দেওয়া,তিনি কেন খেপে গেলেন!


তথাগতবাবুর এই মন্তব্যের পর তীব্র বিতর্ক শুরু হয়েছে। প্রশ্ন উঠছে জয় শ্রী রাম স্লোগান কি নিছকই ‘মজা’ কিংবা ‘খ্যাপানো’র জন্যেই বলা হয়েছিল। তাছাড়া নেতাজির জন্মবার্ষিকীর মতো সরকারি অনুষ্ঠানে এই ধরনের রাজনৈতিক স্লোগান কতটা যুক্তিযুক্ত? রাজনৈতিক মহলের একাংশের মতে, যেখানে একই মঞ্চে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন সম্মানীয় মানুষজন উপস্থিত রয়েছেন সেখানে এই ধরনের স্লোগান একেবারেই বেমানান।

বুদ্ধিজীবি মহল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অপমান হওয়ার বিষয়টিকে ভালো ভাবে নেননি। তাঁরা ধিক্কার জানিয়েছেন। প্রতিবাদে জানিয়ে সোচ্চার হয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষজন।যদিও গেরুয়া শিবির এই ঘটনায় বেশ আনন্দিতই। সোশ্যাল মিডিয়ায় মমতাকে নিয়ে মিমের ছড়াছড়ি। টুইটারে ট্রেন্ড করেছে ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে বলো জয় শ্রী রাম’।