করোনার চেয়েও বিপজ্জনক ভাইরাস তৃণমূল: দিলীপ ঘোষ
কুলপি: তৃণমূলকে কড়া আক্রমণ করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, করোনার চেয়েও বিপজ্জনক ভাইরাস হল তৃণমূল। তাঁর দাবি, এই তৃণমূল ভাইরাসকে তাড়াতে বিজেপি ভ্যাকসিন প্রস্তুত আছে। দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির কলঞ্জলিতে বিজেপির জনসভায় উপস্থিত থেকে এই মন্তব্য করেন দিলীপবাবু।
তৃণমূলকে ভাইরাসের সাথে তুলনা টেনে দিলীপ ঘোষ বলেন, করোনার ভ্যাকসিন এখনও আবিষ্কার হয়নি। ওষুধ আবিষ্কার হবে। কিন্ত তৃণমূল ভাইরাসকে তাড়াতে ইতিমধ্যেই ভ্যাকসিন তৈরি হয়েছে। আর সেটা হল বিজেপি। রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, একুশের বিধানসভা ভোটে তৃণমূলকে হারিয়ে ক্ষমতায় আসার কথাই বলতে চেয়েছেন দিলীপ ঘোষ।
দিলীপবাবুর দাবি, তৃণমূূল ভাইরাসের আক্রমণে রাজ্যে ১৩২ জন বিজেপি কর্মী নিহত হয়েছেন। দিদিমণি কাউকে কিছু দিতে পারেনি কেবল মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিচ্ছে। বিজেপি কর্মীদের বলছি যারা কেস দিচ্ছেন সেই তৃণমূল নেতা ও সেই পুলিশ কর্মকর্তাদের নাম লাল ডায়রিতে লিখে রাখুন। সব হিসাব লিখে রাখুন, সুদ সহ ফেরত দেব।
দিলীপ ঘোষ বলেন, মামলা লড়তে যত টাকা খরত হয়েছে, তা আদায় করে নেওয়া হবে। আর তাই ওই ডায়েরি। এদিকে, দলের কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। তবে এই অভিযোগ এবারই প্রথম নয়, এর আগেও বার বার করেছেন তিনি। বিজেপি ক্ষমতায় এলে রাজনৈতিক বন্দিদের মুক্তির বিষয়ে উদ্যোগ নেবে বলে জানান তিনি।
পাশাপাশি, তৃণমূলের ‘বদলা নয় বদল চাই’ স্লোগানকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, এবার বদলও হবে, বদলাও হবে। নিজের পকেটের পয়সায় আমরা পার্টি করি। আর দিদি মোদীজির পাঠানো টাকার কাটমানি খাচ্ছেন আর বিজেপি কর্মীদের মারছেন। একুশের ভোটে সাধারণ মানুষ তার জবাব দেবে।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

