Friday, April 26, 2024
দেশ

বিশ্বের সর্বোচ্চ উচ্চতার রেল সেতু

জম্মু ও কাশ্মীর রাজ্যের চেনাব নদীর উপর ২০১৯ সালের মধ্যে নির্মিত হবে বিশ্বের সবচেয়ে উঁচু রেলসেতু। এই সেতুর উচ্চতা হবে ৩৫৯ মিটার বা ১১৭৭ ফুট। এই সেতু প্যারিসের বিশ্ববিখ্যাত আইফেল টাওয়ারের চেয়ে ৩৫ মিটার উঁচু হবে।

রেল মন্ত্রক সূত্রে খবর, এই সেতু তৈরির খরচ ধরা হয়েছে ৫১২ কোটি টাকা। ২৫ হাজার টন ইস্পাত ব্যবহার করা হবে এই সেতু তৈরি করতে। ১,৩১৫ কিমি দীর্ঘ এই সেতু এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে যাতে সবরকম প্রতিকূল আবহাওয়াও তা টিকে থাকতে পারে। হিমাঙ্কের নিচে ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা ঘণ্টায় ২৬০ কিলোমিটার বেগে ঝড় হলেও, সেতুর কোনও ক্ষতি হবে না। ক্ষয়রোধের জন্যে এতে বিশেষ রং করা হবে, যা ১৫ বছর পর্যন্ত স্থায়ী হবে।

এই সেতু সম্পর্ণ হলে তা ২৭৫ মিটার উচ্চতার বর্তমান বিশ্বের উচ্চতম রেলসেতু চীনের গুয়াংজু প্রদেশের বেইপানজিয়াং নদীর উপর অবস্থিত “সুইবাই” এর রেকর্ড ভেঙে দিবে।