Friday, April 19, 2024
কলকাতা

বিশ্বের প্রথম ‘স্মার্ট ট্রেন’ ছুটবে চিনে

বাসের রাস্তাতেই অর্থ্যাৎ ট্র্যাক ছাড়াই চলতে সক্ষম হাই-টেক স্মার্ট ট্রেন তৈরি করেছে চিন। আর বিশ্বের এই প্রথম স্মার্ট ট্রেন চলবে চিনে।

ইতোমধ্যে কয়েক দফায় পরীক্ষা করা হয়েছে ট্রেনটি। ভালোভাবে পরীক্ষাতে পাসও করেছে। তুলনামূলকভাবে আরামদায়ক হবে এই ট্রেনে যাতায়াত। ভবিষ্যতে ট্রেনটি চালকহীন অবস্থাতেই চলবে বলেও জানানো হয়েছে। কোথায় থামতে হবে, কীভাবে রাস্তায় চলতে হবে, সেসব ঠিক রাখা হবে সেন্সরের সাহায্যে। যাত্রা নিয়ে বিভিন্ন তথ্য ট্রেনকে যোগাতে থাকবে সেন্সর।

ডেইলি মেলের খবর অনুযায়ী, গত ২৩ অক্টোবর থেকে জোঝৌ-তে ওই স্মার্ট ট্রেন পরীক্ষামূলকভাবে চালানোও হচ্ছে। তবে রেল লাইন ছেড়ে রাস্তার উপর দিয়ে অন্যান্য গাড়ির মতো ছুটতে গেলে স্মার্ট ট্রেনকে ট্র্যাফিক জ্যামেও পড়তে হবে।

একসঙ্গে প্রায় ৩০০ জনকে নিয়ে ছুটতে পারবে ওই ট্রেন। ট্রেনটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৭০ কিলোমিটার।

চীনা সিআরআরসি লিমিটেড নামে সংস্থা জানিয়েছে, ট্রাম বা সাবওয়ে সিস্টেমের চেয়ে এই রেল ব্যবস্থা বেশ আধুনিক। খরচও অনেক কম পড়ে। চীনে ট্রামের জন্য এক কিলোমিটার রাস্তা বানাতে ২৩ মিলিয়ন মার্কিন ডলার খরচ পড়ে। সেখানে এই রেলের জন্য রাস্তা বানাতে খরচ পড়বে মাত্র ১১.৪ মিলিয়ন ডলার।